14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার

admin
May 22, 2017 10:24 pm
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুখলেছ মিয়া (৪৫) নামে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ১০টার সময় উপজেলার হালির হাওরে মৃত দেহটি দেখতে পায় লোকজন। পরে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে। নিহত ব্যাক্তি উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাযায়,গত রবিবার সকালে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর নিজ গ্রামের পাশের নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হয় মুখলেছ মিয়া। এর পর থেকে ঐ দিন সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজা খুজিঁ শুরু করে। এক প্রর্যায়ে নদীতে ঠেলা জাল ভাসমান অবস্থায় দেখতে পায় লোকজন। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

http://www.anandalokfoundation.com/