খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি ॥
তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় মাগুরার ফলেয়া চাদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা চিকিৎসাধীন থাকায় তার আশু সুস্থতা কামনা করে আর্থিক সহযোগিতার হাত বাড়ানো লক্ষ্যে সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। পাশাপাশি আগামী বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ গোলাম মোস্তফা, যুগ্ন সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক প্রভাষক হাসিবুর রহমান, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক সাইদুর রহমান, তবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মির্জ আতিয়ার রহমান, সদস্য সচিব রফিকুল ইসলাম দাদু, মৎস্যজীবী দলের আহবায়ক গাজী মাহাবুবুর রহমান, তাতীজীবি দলের সভাপতি বিশ্বাস ওয়াজেদ আলী, রুহুল কুদ্দুস, কৃষক দলের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব নেতা জাহিদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, ইউনিয়ন ছাত্রনেতা সেলিম বিশ্বাস, মেহেদী হাসান, শাহিনুর রহমান, নুরুল ইসলাম মন্টু, মারুফ হোসেন, মাহাবুবুর রহমান।