14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

admin
December 6, 2016 8:04 pm
Link Copied!

খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি ॥

তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে মটর সাইকেলযোগে তালা হতে আঠার মাইল যাওয়ার পথে জাতপুর মাধ্যমিক বিদ্যাপীঠ নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। পরে তালা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থান্তারের নির্দেশ দেন বলে জানা যায়।

এদিকে সাইদের ডান হাতের কনুই অংশের হাড় ভেঙ্গে গুরুতর আহত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে কর্তব্যরত ডাক্তারগণ জানান। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন তালা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি শেখ ইকবল হোসেন, সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, সহ সভাপতি প্রভাষ দাশ, যুগ্ন সম্পাদক মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোড়ল, সারমান ফারদিন সোহেল, জাহিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি প্রমুখ।

 

http://www.anandalokfoundation.com/