14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

admin
February 12, 2019 10:33 pm
Link Copied!

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাঙালির স্বাধীনতা। আর বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেম। তাই আগামী প্রজন্মকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আজ রাজধানীর আশকোনাস্থ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আগামী প্রজন্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিট বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দার্ন ইউনিভার্সিটি অভ্ বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ও বাংলাদেশ যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ মাইনুল হোসাইন খান নিখিল।

http://www.anandalokfoundation.com/