ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তরুণ কর্মকর্তাদের দিকেই তাকিয়ে আছে জাতি –ভূমি সচিব

admin
March 24, 2019 7:00 pm
Link Copied!

তরুণ কর্মকর্তাদের দিকেই তাকিয়ে আছে জাতি তরুণরাই পরিবর্তনের অগ্রদূত ইতিমধ্যে তাঁরা এর স্বাক্ষর রেখেছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ায় অগ্রণী ভূমিকা রেখে কাজের মাধ্যমে সেবাগ্রহীতার মুখে হাসি ফুটানোতেই আমাদের মত গণকর্মচারীদের সার্থকতা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও তাই

আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে আয়োজিত ‘১১৭তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে উক্ত কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন, পুলিশ ও রেলওয়ে ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে যেয়ে প্রধান অতিথি ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী এসব কথা বলেন

ভূমি সচিব বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে আরও বলেন, আমাদের প্রতি বঙ্গবন্ধুর অনুশাসন ছিল আমরা যেন জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করি এবং জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেই অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি সচিব বলেন, জতির পিতার আহ্বানে আমরা যার যার অবস্থান থেকে জনগণের সেবায় ব্রতী হওয়ার মাধ্যমেই আমাদের কর্মজীবনের সার্থকতা নিহিত আছে

ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন

http://www.anandalokfoundation.com/