উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)ঃ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে হাইওয়ে পুলিশের এসআই আব্দুস সামাদের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওইদিন রাতে মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পুলিশ জানায় মহিলার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওই মহিলা একজন ভারসাম্যহীন মহিলা।