ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা রথযাত্রা ২০২২

রাইকিশোরী
July 1, 2022 10:11 pm
Link Copied!

ভগবান শ্রীশ্রীজগন্নাথদেব ভক্তদের কৃপা দিতে নেমে আসেন রাজপথে। পুরীর পরই সর্ববৃহৎ রথযাত্রা হয় ঢাকায়। মূলত ঢাকার রথযাত্রা ঐতিহাসিক। করোনা অতিমারির কারণে দু’ বছর রথযাত্রা বন্ধ থাকার পর এবছর ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়  রথযাত্রা উৎসব।

আজ ১জুলাই শুক্রবার বিকেল চারটা নাগাদ ধাকা স্বামীবাগ ইসকন মন্দির থেকে রথযাত্রা উৎসবের শোভাযাত্রা শুরু হয়। এদিন অকাল থেকেই মন্দিরে ভক্তদের সমাগম লক্ষ করা যায়। বেলা ১১টার দিকে রথ রাস্তায় এনে শুসজ্জিত করতে থাকলে ধীরে ধীরে ভক্তদের ভিড় উপচে পড়ে। দুই রাস্তাই ব্লক করে দিয়ে রথ চলতে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দশ্যে। ভক্তদের আনন্দ উচ্ছাস চোখে পড়ার মত। রোদ বৃষ্টি উপেক্ষা করে এক বেলা রাস্তায় দাঁড়িয়ে থেকে হাঁসি মুখে মনে আনন্দ নিয়ে বেলা ৪টার রথের দড়ি টান শুরু করেন তারা।

দূর থেকেই দেখা গেল দশতলা ইসকন ভবনের কাজ জোরকদমে এগিয়ে চলছে। নীচের তলায় রাখা রথে রঙের কাজে শেষ আঁচড় দিচ্ছেন দু’ জন মিস্ত্রি। তাঁরাও খুবই আনন্দিত। জানালেন, দু’ বছর পর রথযাত্রা হচ্ছে।

শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, উন্মুক্ত পথে রথযাত্রা দু’ বছর হয়নি। ভেতরেই করেছেন তাঁরা। এ বারে মহাধুমধামে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  রথযাত্রায় এ বছর বিপুল মানুষের সমাগম ঘটেছে। রথযাত্রা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গন কয়েকদিন ধরেই রয়েছে ভক্তদের সমাগম। সারাদিন চলছে ভজন কীর্তন।

রথযাত্রার পথে প্রভুর কৃপালাভের উদ্দেশ্যে ভক্তরা লুটিয়ে পড়ে। ঢাকার রথযাত্রায় চলন্ত রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ বহু পুরোনো রেওয়াজ। এক কথায় ঢাকার রথযাত্রা নান্দনিক। সর্ব ধর্মের মানুষের এক মিলনমেলায় পরিণত হয় ঢাকার ঐতিহাসিক রথযাত্রা। ঢাকার বিভিন্ন রাজপথ ঘুরে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে পলাশিতে অবস্থিত জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে শেষ হবে। এটি হচ্ছে প্রতি বছরের রুটিন।

http://www.anandalokfoundation.com/