ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকসু নির্বাচন হচ্ছে- আমু

admin
January 24, 2019 10:55 pm
Link Copied!

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠি-২ আসনের সাংসদ সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন নুতন নেতৃত্ব বিকাশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ঢাকসু’ নির্বাচন হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ছাত্র সংসদের নির্বাচন হবে। বর্তমান সরকার অতিতের পদনীতি পরিহার করে শিক্ষা এবং শিল্প সাহিত্যের বিষয়গুলোকে তুলে এনে নুতন প্রজন্মের সঙ্গে স¤পৃক্ত করে মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্যই এ নুতন নীতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার সালেহা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া প্রমূখ।

শেষে প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে শতাধিক শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

http://www.anandalokfoundation.com/