যশোরের শার্শা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানাধীন পাঁচভুলোট গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রাকিব হাসান (২৫)।
বুধবার (১৩ জুলাই) বিকালে ডিবি জানান,শার্শা থানার অগ্রভুলট পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২.০০.০০ লক্ষ টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।