ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডা. জাফরুল্লাহ-ভারতের কৃষকদের কম্বল দিতে চান

Brinda Chowdhury
December 22, 2020 11:55 am
Link Copied!

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ভারতের আন্দোলনরত দরিদ্র কৃষকদের দুই হাজার কম্বল পাঠাতে চান।

সোমবার ২১ ডিসেম্বর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতে শৈত্যপ্রবাহে ৩৭ জন কৃষক মারা গেছেন। ভারত অনুমতি দিলে আমরা দুই হাজার কম্বল পাঠাব কৃষকদের জন্য। নরেন্দ্র মোদি তার দেশের জনগণকে অবহেলা করছেন।

এ সময় ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, অকারণে ভাস্কর্যের বিরোধিতা করবেন না। দরিদ্র মানুষের মুক্তি ও সাহায্যের জন্য খোদার কাছে দোয়া করেন।

অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর উপস্থাপনায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ। উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক (কার্যক্রম) মো. গোলাম মোস্তফা দুলাল, মানবসম্পদ পরিচালক আকলিমা আক্তার প্রমুখ।

http://www.anandalokfoundation.com/