মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রবিবার(২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,ডাসার উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক অংশগ্রহন করেন।এসময় উপজেলা চত্বর থেকে একটি বের করা র্যালি হয়।র্যালিটি ডাসারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।পরে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা,উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার সোনিয়া চৌধুরী, ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল, সাধারণ সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন প্রমুখ।