ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

Link Copied!

মাদারীপুরের ডাসারে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পল্লী সমাজসেবা কর্তৃক সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯মে) দুপুর ১ টায় ডাসার উপজেলা মিলতায়নে এ সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
ডাসার  সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মোঃ  মসিউর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন উপস্থিত  হয়ে উপজেলার দক্ষিণ ডাসার, বেতবাড়ী,দক্ষিণ মাইজপাড়া ও গোপালপুরের  মধ্যে ৫ লাখ টাকা বিনিয়োগ ও ১ লাখ টাকা পুনবিনিয়োগসহ মোট ৬ লাখ টাকা হত দরিদ্রদের মাঝে সুদমুক্ত এ ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। এসময় উপস্থিত  ছিলেন- ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সমাজকর্মী তাসলিমা বেগম, ইউনিয়ন সমাজকর্মী লায়লা আক্তার, টি আই তানজিদা আক্তার ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।
http://www.anandalokfoundation.com/