মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন, ডাসার থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আ.লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মিলনায়তন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান
,বীর মুক্তিযোদ্ধা কবি সাহিত্যিক দুলাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হাকীম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,৪১ নং সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজেের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে আইডিয়ার সৈয়দ আতাহার আলী কলেজের অধ্যক্ষ ড. খন্দকার মোঃ সোহেল, ডাসার উপজেলার সেক্টর কমান্ডারসহ মুক্তিযুদ্ধোগন।এছাড়াও ডাসার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুকে নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক চেক বিতরণ ও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।