ডাসার প্রতিনিধি : “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, মাদারীপুরের ডাসারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়াপাড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।এতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর খানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।
এ সময় ওসি বলেন পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে ধর্ষন, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। এসব অপরাধ মূলক কর্মকান্ড রোধ করে সমাজ গড়তে হলে, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, মতিন হাওলাদার, মো: সাঈদ, ইদ্রিস হাওলাদার, তুষার খান, মো: রাসেল প্রমুখ।