ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাণ্ডায় অসুস্থ হয়ে পরেছেন বেগম খালেদা জিয়া

admin
October 25, 2018 8:07 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বললেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঠাণ্ডা জনিত কারণে কিছুটা অসুস্থবোধ করছেন। তার কিছুটা কাশির সমস্যা আছে। তাছাড়া আগের থেকেই নানা রোগে ভুগছেন তিনি। আমরা ডেইলিরুটিন অনুযায়ী তার চিকিৎসা নিচ্ছি। আশা করি খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।

বৃহস্পতিবার বেলা তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৬১২ নম্বর রুমে বেগম জিয়াকে দেখতে যান তিনি। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বোর্ড প্রধান বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুল জলিল চৌধুরী বলেন, বেগম জিয়ার সিটিস্ক্যান রেজাল্ট এসেছে, আমরা সেগুলা দিয়ে আসলাম, যাচাই করা হয়েছে, সব মিলিয়ে তিনি ভালো আছেন।

তিনি আরও বলেন, আমরা সিটিস্ক্যান করিয়ে ছিলাম অন্য কারণে। তার কাশি আছে, কাশি থেকেই মাঝে-মধ্যে কিছুটা সমস্যা হয়। তবে তার কোনও বুকের ব্যাথা ছিলো না।তিনি বলেন, আমারা সিটিস্ক্যান করিয়েছি বুকে কোন সমস্যা আছে কিনা, ফুসফুসে কোন সমস্যা আছে কিনা বিষয়টি জানার জন্য।

আবদুল জলিল বলেন, ফুসফুসে অনেক কারণে জটিলতা হয়।  সেটা আছে কিনা সেটা দেখার জন্য পরিক্ষা করা হয়েছে। বুকের ব্যাথার জন্য সিটিস্ক্যান করা হয়নি।

http://www.anandalokfoundation.com/