13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় শুভ জন্মাষ্টমী পালিত

admin
September 5, 2015 11:10 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার(৫সেপ্টেম্বর)শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়।

জেলা শহরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে আশ্রম পাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালীটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  গোবিন্দ জিউ মন্দিরে গিয়ে শেষ হয়।র‌্যলীটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।  অন্যান্য কর্মসুচীর মধ্যে ছিল গোবিন্দ জিউ মন্দির অঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,ভগবান শ্রী কৃষ্ণের পুজা ও প্রসাদ বিতরন।

পরে গোবিন্দ জিউ মন্দির অঙ্গনে  বাংলাদেশ পুজা উদযাপন কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটুর সভাপতিত্বে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায়  উপস্থিত  ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার  আব্দুর রহিম শাহ  চৌধুরী,জেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ,কাউন্সিলর দ্রৌপদী আগরওয়াল সহ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/