বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাওঃ ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৩অক্টোবর)বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে খেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদেক কুরাইশী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার ফারাত আহম্মেদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ ,জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মনিরুল হক বাবু প্রমুখ।
উদ্বোধনী খেলায় গোলশুণ্য ড্র থাকায় রানীশংকৈল পুর্ব বলদানী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইব্রেকারে ২-১গোলে ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিন আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ।খেলা দেখতে বড় মাঠের চারপাশে শত শত মানুষ ভিড় জমায়।ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে ৩দিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।