আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে পূজা মন্ডপে শ্লীলতাহানির অভিযোগে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে ওই চার যুবককে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার এ কারাদণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন: আউয়ালিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা গ্রামের শ্রী বিমল (২০), একই গ্রামের রমজান (২৮), আলম হোসেন (২৭) ও খামেদুল ইসলাম (২২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার বলেন, ভ্রাম্যমান আদালতের আটককৃত চার যুবক তাদের দোষ স্বীকার করলে বিমল, রমজান, আলমকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খাদেমুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর বানিয়াপাড়া মন্ডপে তিন যুবক কিশোরীদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ অভিযোগে ওই তিন যুবককে আটক করা হয়। একই অভিযোগে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল পুজা মন্ডপ থেকে আরেক যুবককে আটক করা হয়।