আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলাম প্লাজাস্থ জেলা কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আলহাজ হোসেন আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশারফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা হাফিজ উদ্দীন, বিশিষ্ট আলেমেদীন মাওলানা জামাল উদ্দীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সারাফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারী মো. মতিউর রহমান বায়েজিদ।
উল্লেখ্য, প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলা, উপজেলার প্রায় শতাধিক কর্মী প্রশিক্ষণ গ্রহণ করেন।