13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে কমে যাচ্ছে আবাদী জমি

admin
September 3, 2015 3:50 pm
Link Copied!

মোঃ আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জেলায় প্রতি বছর আশঙ্কাজনক হার কমে যাচ্ছে আবাদী জমি। অথচ এর উল্টো চিত্র হিসেবে জনসংখ্যা বাড়ছে। এ নিয়ে চিন্তিত জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা ঠাকুরগাঁওয়ের খবরকে জনান, পাঁচ বছরে জেলার প্রায় দুই হাজার হেক্টর আবাদযোগ্য জমি কমে গেছে।

পাশাপাশি দুই বছরে জেলায় জনসংখ্যা বেড়েছে পাঁচ লাখের বেশি। এ হিসেবে পাঁচ বছরে জেলায় জনসংখ্যা দেড় লাখের বেশি বেড়েছে। তারা জানান, তবে এত কিছুর পরেও জেলায় খাদ্য উদ্বৃত্ত থাকছে। এটি আশাব্যঞআজক। জেলায় পাঁচ বছর আগে আবাদি জমি ছিল এক লাখ ৫৫ হাজার ৭৩৬ হেক্টর। এখন তা কমে এক লাখ ৫৩ হাজার ১১১ হেক্টরে এসে দাঁড়িয়েছে। এখন যে পরিমান াবাদি জমি রয়েছে তাতে সবচেয়ে বেশি আবাদ হয়ে থাকে ধান। এরপরই সর্বোচ্চ গম আবাদ হয়ে থাকে।

কর্মকর্তারা আরো জানান, বিদ্যমান জমির মধ্যে ৪০ ভাগ ধান, ২০ ভাগ গম, পেঁয়াজসহ মসলা জাতীয় ৯ ভাগ, পাট ১১ ভাগ, তেল জাতয়ি দুই ভাগ, ডাল জাতীয় ফসল সাত ভাগ, শাক-সবজি পাঁচ ভাগ, ফল তিন ভাগ এবং অন্যান্য তিন ভাগ জমিতে আবাদ হয়ে থাকে। তারা জানান, জেলায় খাদ্য চাহিদা দুই লাখ ৪২ হাজার ৪১৩ মে. টন। খাদ্য উৎপাদন হয় সাত লাখ ৪০ হাজার ৯৬৬ মে. টন। এর মধ্যে পচে নষ্ট হওয়া বীজ হিসেবে সংরক্ষণ করা, গুদামে নষ্ হওয়া ও ইঁদুর খাওয়া সহ নানা কারণে কিছু পরিমান খাদ্য নষ্ট হয়ে তাকে। এপরও উদ্বৃত্ত থাকে চার লাখ ৯৬ হজার ৫৫৩ মে. টন খাদ্য।

জেলা কৃষ সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আরশেদ আলী খান বলেন, “প্রতি বছরই বেশ কিছু পরিমান আবাদি জমিতে ঘরবাড়ি নির্মাণ, ইটের ভাটা ও রাস্তাঘাটসহ নানা কারণে অনাবাদির তালিকায় চলে যাচ্ছে। কিন্তু জনসংখ্যা বাড়ার গতি থেমে থাকছে না।” তিনি আরো বলেন, “বিদ্যমান জমিতে বর্ধিত জসংখ্যার জন্য খাদ্য উৎপাদন অনেকটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। যদিও এ জেলা কাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে স্থান লাভ করেছে, সেটি সরকারের তথা কৃষি বিভাগের সাফল্য। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি রোধ ও আবাদি জমি নষ্ট করার প্রবণতা না কমলে এ সাফল্য কতদিন ধরে রাখা যাবে তা নিয়ে শংকা থেকেই যাচ্ছে। আমরা ধানের পাশাপাশি গম চাষে কৃষকদের উৎসাহিত করছি। কেননা, গমের প্রোটিন ক্ষমতা বেশি।

তিনি বলেন, “এছাড়া এ ফসল চাষে সেচ, নিড়ানি, মাড়াই ও শ্রমসহ অন্যান্য উরকণ তুলনামূলকভাবে কম লাগে। অনেক সময় সেচ ছাড়াই  গমের ভালেঅ ফলন হয়ে থাকে। তাই বাংলাদেশের সর্বোচ্চ গম উৎপাদন হয় ঠাকুরগাঁওয়ে।” কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা জাহিরুল ইসলাম বলেন, “বর্তমানে দেশে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। ২০২৫ সালে বেড়ে হবে প্রায় সোয়া ২২ কোটি। অথচ প্রতি বছর চাষযোগ্য জমি কমছে ১% হার। কিন্তু আমাদের কোটি কোটি মানুষেরজন্য অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণসহ খাদ্য রফতানি কর্মক্রম অব্যাহত রাখতেহবে। এ লক্ষ্যে নিয়েই ফসল নিবিড়তা ও উৎপাদনশীলতা বাড়াতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনন্সিটিউট।” জেলা পরিসংখ্যান বিভাগ সূত্র জানানয়, ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী জেলায় জনসংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ সাত লাখ এক হাজার ২৮১  এবং মহিলা ছয় লাখ ৮৮ হাজার ৭৬১ জন।

বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৩৪। এখন বেড়ে তা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৮৮০ জন। এদিকে দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণে চার ফসলভিত্তিক ফসল বিন্যাস ধারা উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনন্সিটিউট।

http://www.anandalokfoundation.com/