14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে এক দিন ব্যাপী ৬০জন কৃষকের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

admin
December 21, 2016 12:26 am
Link Copied!

রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে একদিন ব্যাপী ৬০জন কৃষকের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ট্রেইনার হিসেবে কৃষি অধিদপ্তর  ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত উপ পরিচালক সফিকুল, এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস  কাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ সহ ৬০জন কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

এদের মধ্যে ১নং পাড়িয়া ইউনিয়নের মোস্তাফিজুর রহমান, আ: রাজ্জাক, চাড়োল ইউনিয়নের মতিদিলশ্বনী, সলিম উদ্দীন, ধনতলা ইউনিয়নের জগদীশ, বিশু চন্দ্র, বড়পলাশবাড়ী আবু বেল্লাল, সাহাব উদ্দিন, দুওসুও ইউনিয়নের তরিকুল ইসলাম, বাসেদ, ভানোর ইউনিয়ন  দবিরুল রেজাউল, আমজানখোর ইউনিয়ন মাসুদুল, আব্দুল খালেক, বড়বাড়ী ইউনিয়ন মহসিন আলী, জাবেদ, এনামুল, আলম, জয়নাল এসব কৃষক সহ ৬০জন কৃষক এক দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহন করেন।

 

 

http://www.anandalokfoundation.com/