বিশেষ প্রতিবেদক ,ঠাকুরগাঁওঃ ’রুপকল্প’-২০২১বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা’ এ শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসুচীর মধ্য দিয়ে শুক্রবার(২অক্টোবর)ঠাকুরগাঁওয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ’র যৌথ উদ্যোগে সার্কিট হাউস থেকে একটি বর্ণঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,বিশেষ অতিথির বক্তব্য দেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান জুয়েল,সহসভাপতি মুরাদ হোসেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়,বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান খোকন।