13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সোলাইমানিকে হত্যার বদলা নিতে যেসব জায়গায় হামলার প্লান করছে ইরান

Brinda Chowdhury
January 7, 2020 9:39 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদ বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল ও কুদস ফোর্সের প্রধান সোলাইমানিকে হত্যা করা হয়েছে। ইরান ওই হত্যার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে।

রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাতকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পরামর্শক হোসেইন দেহগান বলেছেন, মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েই প্রতিশোধ নেওয়া হবে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর থেকে জিবুতি ও বাহরাইন থেকে ব্রাজিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ৮০০ টি সামরিক ঘাঁটি পরিচালনা করছে। যা অন্য যেকোনও দেশের তুলনায় অনেক বেশি। নিজেদের সীমারেখা পেরিয়ে অন্য দেশের এসব স্থাপনার মাধ্যমে তারা সামরিক শক্তি বিস্তার করেছে। এছাড়া মার্কিন সীমান্তেই শত শত ছোট-বড় সামরিক স্থাপনা রয়েছে।

এসব প্রত্যেকটি স্থাপনায় মার্কিন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তাই তাদেরকে লক্ষ্য করে হামলা চালানোর আশঙ্কার রয়েছে। এছাড়া সাগরে মার্কিন জাহাজ কিংবা আকাশে যুদ্ধবিমানের ওপরও হামলা হতে পারে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের যৌথ গোয়েন্দা কেন্দ্রের সাবেক পরিচালক কার্ল শাস্টার বলেন, মার্কিন সেনাদের ওপর হামলা করতে চাইলে তা অনেকভাবেই সম্ভব।

সিএনএন’র প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের জন্য ইরানি সামরিক হুমকি মধ্যে রয়েছে-

সরাসরি হামলা না করলেও ইরানের প্রশিক্ষিত ও সমর্থিত কোনও গোষ্ঠী মার্কিন স্থাপনায় হামলা চালাতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক পরিচালক ক্রিস্টোফার কোস্তা বলেন, ‘বিশ্বজুড়ের নিজেদের সমর্থনপুষ্ঠ বাহিনীর মাধ্যমে প্রভাব ধরে রেখেছে ইরান’। বর্তমানে আন্তর্জাতিক গোয়েন্দা জাদুঘরের প্রধান এই কর্মকর্তা বলেন, ‘ইরানের পক্ষে এই প্রক্সি বাহিনীর মাধ্যমেই হামলা করা সম্ভব’।

http://www.anandalokfoundation.com/