মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন। ক্রিকেটভক্তরা তাঁদের স্মার্টফোনে সরাসরি খেলা দেখার ও ক্রিকেট সংক্রান্ত সব হালনাগাদ তথ্য জানার সুযোগ পাবেন বঙ্গ লোডেড নামের অ্যাপ ও ওয়েবসাইটে।
টি-২০ বিশ্বকাপ উপলক্ষে আজ সোমবার ডেইলি স্টার ভবনে আয়োজিত ‘বঙ্গ লোডেড অ্যাপ উদ্বোধন অনুষ্ঠান’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে ক্রিকেট ও বিনোদন বিষয়ক অ্যাপ ও ওয়েবসাইট উদ্বোধন করেছে বঙ্গ কর্তৃপক্ষ। কাল ৮ মার্চ থেকে এটি গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। শিগগিরই আইওএস প্ল্যাটফর্মেও এটি চলে আসবে।
বঙ্গর ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ বলেন, বঙ্গর জন্য দারুণ একটি সময়। টি-২০ বিশ্বকাপ উপলক্ষে নতুন অ্যাপ উদ্বোধন করছে বঙ্গ। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটের সরাসরি সম্প্রচার এনে দেওয়ার সুযোগ দিতে পেরে আমরা গর্বিত।
বঙ্গর পরিচালক নাভিদুল হক বলেন, বিনোদনমূলক প্ল্যাটফর্ম হিসেবে তাঁদের সঙ্গে আইসিসির চুক্তি রয়েছে। বিনোদনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঙ্গ কাজ করলেও ক্রিকেট নিয়ে প্রথমবারের মতো অ্যাপ উন্মুক্ত করা হলো। এই অ্যাপ ও সাইট ব্যবহার করে সরাসরি ম্যাচ দেখা, ম্যাচের ক্লিপ/হাইলাইট, সরাসরি স্কোর দেখার মতো সুবিধা থাকবে।
এটি বাংলা ও ইংরেজি সংস্করণে পাওয়া যাবে। সাইটে একটি ফিচার থাকবে যা ব্যবহার করে ক্রিকেটের পাশাপাশি বিনোদনমূলক কনটেন্ট দেখার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বঙ্গর তৈরি রাফা ও পড়শীর মিউজিক ভিডিও ‘সাড়া দাও বাংলাদেশ’ দেখানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী সংস্থা গ্রের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম, বঙ্গর প্রধান পরিচালন কর্মকর্তা ক্যারল কুইপেরি প্রমুখ। বঙ্গর ওয়েবসাইটের ঠিকানা