ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

ডেস্ক
March 30, 2023 10:28 am
Link Copied!

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।  নিউজিল্যান্ডের টিম  সাউদিকে হটিয়ে শীর্ষ উইকেট শিকারী এখন  সাকিব।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব। এতে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে সরিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান সাকিব।

১১৪ ম্যাচে সাকিবের উইকেট এখন ১৩৬টি। ১০৭ ম্যাচে সাউদি আছে ১৩৪ উইকেট। ৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।

http://www.anandalokfoundation.com/