14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ

admin
December 17, 2018 8:38 pm
Link Copied!

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে অনশন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা।

সোমবার সকালে কালিহাতীর এলেঙ্গায় এই কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা কালিহাতি থেকে লতিফ সিদ্দিকীকে অবাঞ্ছিত ঘোষণা করে। পরে তারা লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ করে। এদিকে লতিফ সিদ্দিকীর সমর্থকরা এলেঙ্গা বাসস্টান্ডে অবস্থান নেয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, গতকাল রোববার টাঙ্গাইলের কালিহাতীর ভল্লববাড়ি এলাকায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ওসির অপসারণ, অপরাধীদের গ্রেপ্তার ও সরকারদলীয় প্রার্থী নির্বাচন পর্যন্ত আর কোনও সহিংসতামূলক কার্যকলাপ করবে না মর্মে মুচলেকা প্রদান; এই তিন দফা দাবিতে লতিফ সিদ্দিকী আমরণ অনশন ধর্মঘট পালন করছে।

http://www.anandalokfoundation.com/