ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

Rai Kishori
November 11, 2020 7:40 am
Link Copied!

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে প্রাইভেটকারের ভেতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩।

১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যায় চালকসহ তিন ব্যক্তি।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্ত্বর এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে চালকসহ তিনজন পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারের ভেতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকার।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া তিন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। র‌্যাবের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

http://www.anandalokfoundation.com/