13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টাকাকে হার মানিয়ে দেয় যে বিষয়

admin
October 9, 2015 12:42 pm
Link Copied!

ছবির আহমেদঃ  অনেকেরই ধারণা রয়েছে, টাকা দিয়ে সবকিছুই কেনা যায়। কিন্তু এ ধারণা পুরোপুরি ভুল। পৃথিবীর সব টাকা ব্যয় করলেও আপনি কিছু বিষয় কিনতে পারবেন না। এ লেখায় থাকছে তেমন আট বিষয়, যা টাকা দিয়ে কেনা সম্ভব নয়। একটি ওয়েবসাইট পাঠকদের কাছে এ সম্বন্ধে প্রশ্ন করে। পাঠকদের মতামতের ভিত্তিতে এ আটটি বিষয় তুলে ধরেছে বিজনেস ইনসাইডার।

১. স্বাস্থ্যকর মানসিক সন্তুষ্টিঃ নিজের সব বিষয় নিয়ে মানসিক সন্তুষ্টি অর্থ দিয়েও কেনা যায় না। আপনার বহু অর্থ থাকলেও আপনি যে তাতে সন্তুষ্ট থাকবেন এমন নিশ্চয়তা নেই।

২. সময়ঃ সময় যে সময় চলে গেছে, তা আর কখনোই ফিরে আসবে না। আপনি যতই অর্থ ব্যয় করুন না কেন, সময় কিনতে পারবেন না।

৩. দক্ষতাঃ আপনি শুধু অর্থ খরচ করে কখনোই দক্ষতা কিনতে পারবেন না। এ জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে।

৪. সম্মানঃ অর্থ ব্যয় করে আপনি অন্য মানুষের সম্মান অর্জন করতে পারবেন না। বরং অতিরিক্ত অর্থ থাকলে তা বিপরীত কাজও করতে পারে।

৫. কাজ-জীবনের ভারসাম্যঃ কাজ-জীবনের ভারসাম্য আপনি বহু অর্থ আয় করতে পারেন, কিন্তু কাজ ও জীবনের মাঝের ভারসাম্য রক্ষা করতে হিমশিম খাবেন। জীবনের জন্য শুধু অর্থ নয়, ভিন্ন কিছু বিষয়ও প্রয়োজন।

৬. সুনামঃ আপনার অর্থ থাকলেই যে সুনাম হয়ে যাবে এমনটা ভাববেন না। অর্থ আর সুনাম অর্জনের পথ ভিন্ন।

৭. পাপমুক্তিঃ জীবনের অনেক বিষয়ের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই। আপনার বহু অর্থ থাকলেও তা দিয়ে যে অতীতের পাপমুক্তি হবে, এমন কোনো কথা নেই।

৮. স্বাস্থ্যঃ  স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনার যেসব কাজ করা উচিত তার জন্য বিপুল অর্থ প্রয়োজন নেই। অর্থাৎ অর্থ দিয়ে আপনি সরাসরি স্বাস্থ্য কিনতে পারবেন না। এ জন্য পরিশ্রমও প্রয়োজন হবে।

http://www.anandalokfoundation.com/