ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ক্যাডেট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ক্যাডেট ইফতেখার ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশনে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ৫ মার্চ অনুষ্ঠিত গ্লোবাল পাবলিক স্পিকিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী পিএসসি মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, প্রতিযোগিতায় ৮ টি বিশ্ববিদ্যালয় এবং ১২ টি ক্যাডেট কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫০০০ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বাংলাদেশ থেকে ক্যাডেট ইফতেখার প্রথম স্থান অর্জন করে। এ স্পিকিং প্রতিযোগিতায় আগামী ৯ থেকে ১৩ এপ্রিল লন্ডন শহরের চার্লস স্টিটের প্রধান কার্যালয়ে ৬২টি দেশের প্রতিনিধি অংশ নেবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ক্যাডেট ইফতেখার অংশ গ্রহন করবে বলে তিনি জানান।