ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র পাবলিক স্পিকিং কম্পিটিশনে বাংলাদেশ থেকে প্রথম

admin
March 8, 2016 11:39 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ক্যাডেট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ক্যাডেট ইফতেখার ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশনে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ৫ মার্চ অনুষ্ঠিত গ্লোবাল পাবলিক স্পিকিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী পিএসসি মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, প্রতিযোগিতায় ৮ টি বিশ্ববিদ্যালয় এবং ১২ টি ক্যাডেট কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫০০০ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বাংলাদেশ থেকে ক্যাডেট ইফতেখার প্রথম স্থান অর্জন করে। এ স্পিকিং প্রতিযোগিতায় আগামী ৯ থেকে ১৩ এপ্রিল লন্ডন শহরের চার্লস স্টিটের প্রধান কার্যালয়ে ৬২টি দেশের প্রতিনিধি অংশ নেবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ক্যাডেট ইফতেখার অংশ গ্রহন করবে বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/