ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে সেন্টার ফর সাসটেইনেবল লাইভলীহুড (সিএসএল) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকাল ৪ টায় রায়গ্রাম ইউনিয়নের আগমুন্দিয়া গ্রামে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের তত্বাবধানে সেন্টার ফর অর্গানিক ফার্ম (সিওএফ) পরিবর্তে সিএসএল নামে আত্মপ্রকাশ করা হয়।
এ উপলক্ষে অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিওএফ ম্যানেজিং কমিটির সদস্য রুস্তম বিশ্বাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ড. আব্দুর রউফ, ইউপি মেম্বর মনোয়ারা বেগম, মুসলিমা বেগম, লতিকা রানী,পুস্পরানী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সিএসএল এর ইনচার্জ এস এম শাহীন হোসেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত আদর্শ কৃষক হেলাল উদ্দিন, আব্দুল মজিদ, সামসুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের ঝিনাইদহ প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, সহকারী প্রোগ্রাম অফিসার কিশোর কুমার কাজল প্রমুখ।
সিএসএল এর ইনচার্জ এস এম শাহীন হোসেন জানান, গত ২০০৯ সাল থেকে রায়গ্রাম ইউনিয়নের আগমুন্দিয়া গ্রামে দক্ষিণবঙ্গের একমাত্রা সেন্টার ফর অর্গানিক ফার্ম বা জৈব চাষ প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়। এর পর থেকে এই প্রতিষ্ঠান থেকে নিরাপদ খাদ্য উৎপাদন,বাজারজাতসহ জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ে এলাকার কয়েক হাজার নারী ও পুরুষদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের মধ্যে রায়গ্রাম ও নিয়ামতপুর ইউনিয়নের প্রায় এক হাজার নারী ওপুরুষ নিজেদের বাড়িতে কেচো কম্পোষ্ট সার ও কেচো তৈরি করে নিজেরা জমিতে ব্যবহার করছেন এবং বিক্রি করে স্বাবলম্বী হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতে সিএসএল এর মাধ্যমে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামীণ দরিদ্র নারীর ক্ষমতায়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করা হবে।