ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ কালীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আটক-৫

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর সড়কের গুলশান মোড় এলেকা থেকে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ৫ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত নয়টার দিকে মহাসড়কে চাঁদাবাজি করার সময় তাদের আটক করে ঝিনাইদহ র‌্যাব-৬।

আটক কৃতরা হলেন পৈরসভার আড়পাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আমান হোসেন (৬০), আক্কাছ আলীর ছেলে আলম (৫২) মৃত ইছাহাক দফাদারের ছেলে জাহিদুল ইসলাম (২৯) মৃত গৌউর অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (২৫) ও নিশচিন্তপুর এলাকার জোয়াদ আলীর চেলে রিপন আলী (৩৬) ।

এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৫টি মোবাইল ও ১০টি সিমকার্ড এবং চাঁদাবাজির নগদ ১৩ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়।

http://www.anandalokfoundation.com/