ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে এ ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ উপলক্ষে বাজার চত্বরে ঢাকা আইডিয়াল কলেজের ই্ংরেজি বিভাগের প্রভাষক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনপূর্ব আলোচনায় আরও বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ঝিনাইদহ জেলা শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, উপজেলা যুবলীগ নেতা শিবলী নোমানী, ব্যাংক কর্মকর্তা নুরুন্নবী, কোলাবাজার ব্যাংক এশিয়ার পরিচালক হারুন অর রশিদ, জামাল ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুল ইসলাম, ব্যবসায়ী মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সেবামূলক এ ব্যাংকিং খাতে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গিকার ব্যক্ত করেন।