ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Brinda Chowdhury
May 3, 2021 3:40 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫ হাজার হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যাসামগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম সিআইপি।

এসময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল আলুসহ খাদ্যসামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর থানার ওসি মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আওয়ামী লীগ নেতা লাড্ডু হোসেন, সমাজসেবক আমির হোসেন, আমজাদ হোসেন যুবলীগ নেতা ফারুক হোসেন।

এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মিজানুর রহমান মাসুম বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আমাদের সমাজে যারা রিকশা-ভ্যান চালায়, চা-বিক্রেতা, ফুটপাতের হকার তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা ঝিনাইদহে ৫ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রীর বিতরণ করছি। মানবিক কারণে সমাজের বিত্তবানদেরও নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।

http://www.anandalokfoundation.com/