ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে যৌন হয়রানি হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পরামর্শ সভা

Rai Kishori
March 13, 2023 6:05 pm
Link Copied!

নারীর উপর সকল ধরনের সহিংসতা প্রতিরোধে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে‘যৌন হয়রানি হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান’ গড়ার লক্ষ্যে ঝিনাইদহে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে নারীপক্ষ ও গ্লোবাল ফান্ড ফর উইমেন’র সহযোগিতায় এ সভার আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই)।

সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুন। এতে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নীতিমালা উপস্থাপন করেন নারীপক্ষের উর্দ্ধতন প্রকল্প কর্মকর্তা উজ্জীমান আক্তার ও সভার উদ্দেশ্যে নিয়ে আলোচনা করেন নারীপক্ষের সদস্য ফরিদা ইয়াছমিন। সেসময় শিক্ষার্থীদের যৌন হয়ারানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে অংশগ্রহণকারীরা নানা পরামর্শ তুলে ধরেন।

http://www.anandalokfoundation.com/