14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বৃদ্ধের লাশ উদ্ধার

Rai Kishori
October 10, 2020 7:23 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কাসেম বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার ১০ অক্টোবর উপজেলার সারুটিয়া ইউনিয়নের ছোট মৌকুড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাসেম বিশ্বাস ওই গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলা ছোট মৌকুড়ী গ্রামে সকাল ১১টার দিকে একটি মেহগনি বাগানের মধ্যে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ। অভাবগ্রস্থ কাশেম সাংসারিক দায়-দেনার কারণে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

শৈলকুপা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/