ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

admin
November 12, 2018 5:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহে শহরের বাইপাস মোড়ে বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শরিফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কুটি দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে খুলনা থেকে রুপসা পরিবহনের একটি বাস কুষ্টিযায় যাচ্ছিল।

এ সময় বিপরীতগামী একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হলে নেয়ার পথে মধুখালীতে সে মারা যায়।

এই ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।

http://www.anandalokfoundation.com/