13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

admin
February 7, 2019 7:08 pm
Link Copied!

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ‘ইশারা ভাষা সবার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৃজনী বাংলাদেশ’র প্রশাসনিক কর্মকর্তা ওহিদুল ইসলাম, হাজী আমজাদ হোসেন অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের বিকাশে সকলকে ইশারা ভাষা জানা প্রয়োজন।

http://www.anandalokfoundation.com/