13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ শ্লোগানকে সামনে রেখে এবিএম, বিআইএন ফাউন্ডেন ও সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি।

রোববার বিকেলে শহরের পৌর ইকোপার্ক এলাকা থেকে সাঁতারা প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ২ কিলোমিটার এ প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন সাঁতার একাডেমীর ১৮ জন সাতারু। যা দেখতে নদীর পাড়ে ভীড় করে নানা শ্রেণিপেশার শত শত মানুষ। ২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুরাতন ধোপাঘাটা ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয় এ প্রতিযোগিরা। এতে প্রথম হয় সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের সাতারু সুজা উদ্দিন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, প্রকৌশলী হাসিবুল কবির, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব, কাজী আলী আহম্মেদ লিকু, সাঁতারু সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটন, গাউস গৌর্কি, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজক মাহাফুজুর রহমান বিপ্লব, নদীমাতৃক দেশে সাঁতার না জানা একটি অভিশাপ। আমরা সকলকে সাঁতারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা জানাতে এই আয়োজন করেছি।

http://www.anandalokfoundation.com/