ঝিনাইদহ প্রতিনিধি॥ ২ জানুয়ারি’২০১৭: ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সনদপত্র বিতরণ ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান বেগম খালেদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কম্পিউটার, সেলাই, এব্রোডারি ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১১৬ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় ওই ৩ বিভাগের প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।