ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে গোসাঁই হত্যার ঘটনায় মানবন্ধন

admin
July 2, 2016 4:01 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধা মনদ মন্দীরের গোসাই শ্যামানন্দ দাসকে হত্যার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের পেষ্টি অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ এবং পূজা পরিষদ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর কুমার সোমার্দ্দার, প্রচার সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, পূজা ঐক্য পষিদের সভাপতি প্রফুল্ল্য কুমার সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি প্রসেন্জিৎ ঘোষ শিপন, সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাসসহ জেলা বিভিন্ন পেশার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঝিনাইদহ সহ দেশের যে সমস্ত সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তার দাবি জানান। এবং হত্যাকরীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

http://www.anandalokfoundation.com/