ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে উচ্চফলনশীল রোগ সহিঞ্চু নতুন জাতের ধান উদ্ভাবন জাতীয়ভাবে স্বীকৃতির দাবী কৃষক দুদু মিয়ার

admin
May 21, 2017 3:58 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ মে’২০১৭: ঝিনাইদহে নতুন এক ধানের জাত উদ্ভাবন করেছেন দুদু মিয়া নামের এক কৃষক। ইতিমধ্যে ওই জাতের ধানটি এলাকায় দুদু লতা বলে পরিচিতি লাভ করেছে। উচ্চ ফলনশীল ও রোগবালাই প্রতিরোধক এই জাতের ধানটি এখন রবি মৌসুমে চাষ করছেন কৃষক দুদু মিয়া।

জানা যায়, ২০১২ সালে সদর উপজেলার কালুহাটি গ্রামের কৃষক এমদাদুল হক দুদু মিয়া সুবললতা ধানের মধ্যে নতুন জাতের ধানের ৩ টি গোছা আবিষ্কার করে। পর পর দুই বছর সেই ধান পরিচর্যা করে বীজ তৈরী করে নিজের জমিতে আবাদ শুরু করে। রোগ-বালাই সহিঞ্চু এই ধানের জাতটি উচ্চতায় খাটো হওয়ার কারণে ঝড় বা বাতাসে হেলে পড়ে না। পোকা-মাকড়ের আক্রমন হয় কম। গত বছর কৃষক দুদু মিয়া ৩ বিঘা জমিতে ১’শ মন ধান উৎপাদন করেন। এ বছরও ধানের উৎপাদন ভালো হয়েছে। ৩ বিঘা জমির ধান কাটতে শুরু করেছেন তিনি। কিছুদিনের মধ্যেই নতুন ধান তিনি ঘরে তুলবেন।

কৃষক দুদু মিয়া জানান, নতুন জাতের এই ধান শীস প্রতি সাড়ে ৩’শ থেকে ৪’শ পর্যন্ত পুষ্ট ধান হচ্ছে। যা অন্যান্যে ধানের শীসে ধানের পরিমান থাকে ১’শ ৮০ থেকে ২’শ। ধানের গাছ আকারে ছোট হওয়ার কারণে ঝড়ো বাতাসে হেলে পড়ে না। এছাড়াও রোগ-বালাই এই ধানে নেই বললেই চলে। ধান গাছটির আকার ছোট হওয়ার কারণে পরিচর্যা করতে তার সুবিধা হচ্ছে। প্রতিটি ধানের শীসে ৩’শ থেকে ৪’শ পুষ্ট ধান হচ্ছে। এর মধ্যে কোন চিটা হয় না যে কারণে ফলন ভালো হচ্ছে। ধান থেকে যে চাল পাওয়া যাচ্ছে তা দেখতে অনেকটা বেগুন বিচির মত। চালের স্বাদও ভালো। দামও ভালো পাওয়া যায়। কৃষক দুদু মিয়ার দাবি ব্রি-বিজ্ঞানীদের সহযোগীতায় প্রক্রিয়া করণের মাধ্যমে দুদুলতা নামে জাত হিসেবে আত্মপ্রকাশ করার।

স্থানীয় কৃষক নজরুল ইসলাম বলেন, দুদু মিয়া গত কয়েক বছর নতুন ধানের আবাদ করছেন। অন্যদের জমিতে কোন কারণে ধানের ফলন কম হলেও গত কয়েক বছর দেখে আসছি তার নতুন জাতের ধানে ফলন ভালো হচ্ছে। ধানটি দেখতেও ভালো আবার চালও খেতে ভালো।

দুদু মিয়ার স্ত্রী রেবেকা খাতুন বলেন, অন্যান্য ধানের চেয়ে এ চাল রান্না করতে সময় কম লাগে। এছাড়াও ভাতে বৃদ্ধি পায়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে নতুন জাতের ধানের খবর পেয়ে আমি আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত সেখানে পাঠিয়েছি। আমি নিজেও কয়েকবার গিয়েছি। গত ২ বছর যাবত কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক দুদু মিয়াকে প্রশিক্ষণসহ সকল প্রকার প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে। ধানটি দেখে আমার মনে হচ্ছে এই জাতের ধানটি দেশব্যাপী উৎপাদন করলে ধান উৎপাদনের দেশ আরও একধাপ এগিয়ে যাবে। ইতিমধ্যে ব্রি-বিজ্ঞানীরা মাঠ পরিদর্শণ করে ধান সংগ্রহ করেছেন। আশা করছি দ্রুত একটি ভালো খবর পাওয়া যাবে।

http://www.anandalokfoundation.com/