ঝিনাইদহ প্রতিনিধি॥ ০৮ ফেব্রুয়ারি’২০১৮: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডে রায়ের পর ঝিনাইদহে আনন্দ মিছিল ও এতিমদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ বৃহ¯পতিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজুর নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের একাংশ শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি মেইন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতিমদের মুখে মিষ্টি তুলে দেন সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় নেতৃবৃন্দ খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এর আগে আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আনোয়ারুল আজীম আনার গ্রুপের নেতাকর্মীরা শহরের বাসটার্মিনালে এক জনসভা করে।
ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা।