14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Rai Kishori
December 9, 2024 4:06 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভূপালী সরকার।
এসময় তিনি বলেন, আমরা চাই একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। আর আমরা অন্যের কাছ থেকে সততা আশা করি কিন্তু আমরা নিজেরা কতটা সৎ সেটা কখনো চিন্তা করি না। ব্যক্তি যতক্ষণ না সচেতন হবে, ততক্ষণ আমরা প্রাতিষ্ঠানিক ভাবে যতই দুর্নীতি প্রতিরোধের কথা বলি না কেন, সেটা সফল হবে না।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুলর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহামুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঝিকরগাছা জোনালের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এম আর মাসুদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলার ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান প্রমূখ।আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, ভিন্ন রূপে আমরা নারীরা নারীদের প্রতি নির্যাতন করছি। তখন আমরা ননদ বা শ্বাশুড়ি হয়ে যায়। আবার দেখা যায় নারী নির্যাতন যে আইন আছে সেটাকে আমরা খারাপ লক্ষ্যে ব্যবহার করি। আমরা যেন সেটাও না করি। যারা প্রকৃত পক্ষে নির্যাতিত হই তারাই এই আইনটা ব্যবহার করবো। আর আমরা অন্যের নিকট থেকে যে ব্যবহারটা আশাকরি সেই ব্যবহারটা যেন আমরা করি। আমাদের নিজের অদম্য শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) শফিউল আজম রুমী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুলর রহমান খান, উপজেলা তথ্য আপা রোকসানা সুলতানা, দুদকের উপজেলার সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলার ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান,  ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, সাংবাদিক এমআর মাসুদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ সহ আরও অনেকে।
অনুষ্ঠানের পরিশেষে পাঁচ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন পাঁচজন নারী। সমাজ উন্নয়নে অসামান্য আবদান রেখেছেন যে নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মাহফুজুর রহমানের মেয়ে কথাসাহিত্যিক মাসুমা মিম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন পৌর সদরের পারবাজার গ্রামের আবুল হোসেনের মেয়ে আসফিয়া আফরোজ, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন গদখালী ইউনিয়নের শরীফপুর গ্রামের মাহমুদ হোসেনের সহধর্মিনী জুলিয়া সুকায়না, সফল জননী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের জান আলী সরদারের মেয়ে মনজুয়ারা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, গদখালী ইউনিয়নের গদখালী গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে তাহুরা খাতুন।
http://www.anandalokfoundation.com/