ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ

admin
October 14, 2017 8:23 pm
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরওয়ানা জারীর বিরুদ্ধে কেন্দ্রের নিদের্শ অনুযায়ী বিক্ষোভ সমাবেশ করতে গেলে জেলা যুবদলের এ সমাবেশে বাধা দেয় পুলিশ ।

শনিবার সকালে শহরের কামার পট্টিস্থ জেলা যুবদলের কার্যালয়ে আলোচনা এক সভা শেষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে একজন যুবদলকর্মী আহত হয় বলে জেলা যুবদল সাধারণ সম্পাদক শামীম তালুকদার দাবী করেছেন।

জেলা যুবদলের সাধারন সম্পাদক শামীম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলার সভাপতি খোকন মল্লিক,সাধারন সম্পাদক আনিসুর রহমান পান্না, শহর যুবদলের আহবায়ক মিজানুর রহমান ফরাজি, নলছিটি উপজেলা সভাপতি মাসুম শরিফ, নলছিটি শহর যুবদল সভাপতি মো. লাভলু, জেলা শাখার সাবেক ছাত্রদল সাধারন সম্পাদক মো. আনিসুর রহমান খান, যুবদল নেতা ও সাবেক ছাত্রদল সাধারন সম্পাদক এ্যাডঃ আনিসুর রহমান প্রমূখ ।

http://www.anandalokfoundation.com/