ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির জেলার দেউরী গ্রামের ওয়ারেচ আলী মীর (৫৫) নামের এক কৃষককে হত্যার হুমকির অভিযোগে আজ মঙ্গলবার জেলা নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে ০৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন । মামলা নং ৪৩১ ।
মামলা সুত্রে জানা যায় ,ধরে একই গ্রামের প্রতিপক্ষ ভূমিদস্যুদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল ।গত ৫ ই অক্টোবর সন্ধ্যায় স্থানীয় পোনাবালিয়া ইনিয়নের চেয়ারম্যানের ঝালকাঠি শহরের বাসায় বসে উভয়ের মধ্যে শালিস বৈঠকের করার এক এ পর্যায়ে বিবাদী ভূমিদস্যুরা চড়্ওা হয়ে চলে এসে শহরের কামার পট্টিরোডে যুবদলের অফিসের সামনে রাস্তায় দাড়িয়ে ঐ দরিদ্র কৃষককে খুন জখম করবে এবং ভবিষ্যতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয় ।
ভুক্তভুগী কৃষক ওয়ারেচ আলী মীর বলেন ,আমি অনুপায় হয়ে ঝালকাঠি জেষ্ঠ্য আদালতে মামলা দয়ের করি ।মামলার বিবাদীদের কাছে জানতে চাওয়া হলে বলেন , আমরা হুমকির বিষয় কিছুই জানি না কিন্ত ুআমাদের বিরুদ্ধে একটি হয়রানী মুলক মামলা করা হয়েছে ।