ঝালকাঠি প্রতিনিধি:‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ স্লোগানে ঝালকাঠিতে নানা কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শেখ রাসেল স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় দূর্যোগকালীন সময়ের উদ্ধার অভিযান ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণে মহড়া। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেডক্রিসেন্টের সদস্যরা মহড়ায় অংশ নেয়। এছাড়া আলোচনা সভা ও শিক্ষার্থীর নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিররণেরও আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, মো. সাইদুজ্জামান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মেহেদি হাসান প্রমূখসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।