বাংলাদেশ জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের আওতায় গৃহীত জৈব নিরাপত্তা বিষয়ক কার্টাগেনা চুক্তি অনুযায়ী জৈব নিরাপত্তা বিধানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ-সহ বিশ্বের ১৭০ টি দেশ কার্টাগেনা চুক্তিতে স্বাক্ষর করেছে। বলেছেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।
আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ৩ দিনব্যাপী 7th Annual South Asia Biosafety Conference এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক জীব প্রযুক্তির অপার সম্ভাবনা ও সুফলের পাশাপাশি পৃথিবীব্যাপী এর ঝুঁকির বিষয়ে চলছে নানা গবেষণা। প্রযুক্তি সংশ্লিষ্ট সকল গবেষণা এবং এর প্রয়োগ যাতে মানুষ ও অন্যান্য জীবের কল্যাণে লাগে সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বায়োসেফটি রুলস অভ্ বাংলাদেশ ২০১২ এবং বায়োসেফটি গাইড লাইন অভ্ বাংলাদেশ ২০০৮ প্রণয়ন করেছে। আমাদের রোগ প্রতিরোধের সব চাইতে সহজ ও কার্যকর উপায় হচ্ছে জৈব নিরাপত্তা। বসতবাড়ী হতে খামার সব জায়গাতেই জৈব নিরাপত্তা অর্থাৎ রোগের জীবাণু প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বায়োটেক কনসোর্টিয়াম ইন্ডিয়া লিমিটেডের চিফ জেনারেল ম্যানেজার ডঃ বিভা আহুজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী ও কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান।