মেহের আমজাদ, মেহেরপুর (২৯-০৯-১৭)ঃ মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মুজিবনগর উপজেলার মানিকনগর পশ্চিমপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা মিনুয়ারা খাতুন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা মান্নান, সাংগঠানিক সম্পাদিকা সফুরা খাতুন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কুতুব উদ্দিন মল্লিক, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ। এসময় সেখানে ওয়ার্ড যুগ্ম সম্পাদিকা বেদেনা খাতুন, রশিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সুলতান মিয়া, খারিজুল ইসলাম, মজিবর রহমান, শরৎ মন্ডল, জেলা বঙ্গবন্ধু ছাত্রযুব প্রজন্মলীগের সভাপতি সেলিম রেজাসহ স্থানীয় আওয়ামীলীগের নেত-কর্মীরা উপস্থিত ছিলেন ।