14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলার জুয়ার ফাঁদে যুব সমাজ

Brinda Chowdhury
January 6, 2020 1:24 pm
Link Copied!

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাড়ায় মহল্লায়,আলো আধারি গলি,হাট বাজারে,কিছু কিছু চায়ের দোকানে,মোবাইল ফ্লেক্সিলোড ও বিকাশ,রকেট (টাকা পাঠানো বা তোলার) দোকান গুলোতে এবং দোকান গুলোর মাধ্যমে ক্রিকেট খেলা নিয়ে চলছে জুয়াড়িদের রমরমা জুয়া খেলা। ক্রিকেট খোলার জুয়াড়িদের ফাঁদে পড়ে সর্বশান্ত ও বিপথগামী হচ্ছে বেড়ার যুবসমাজ।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট খেলা নিয়ে জুয়াড়িরা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাজি ধরে থাকে। বাজির টাকার দ্বিগুন তিনগুন দেওয়ার লোভনীয় প্রলোভন দেখিয়ে ক্রিকেট জুয়াড়িরা সাধারণ কিশোর যুবকদের আর্কষন করে থাকে। জুয়াড়িদের ফাঁদে পড়ে প্রতিনিয়ত সর্বশান্ত হয়ে পড়ছে এলাকার কিশোর যুবককেরা। জুয়াড় টাকার জন্য প্রথমদিকে পরিবার পরিজনের কাছ থেকে ধার-দেনা,জিনিস পত্র চুরি এবং পরবর্তীতে চুরি ছিনতাই এর মত কাজ করে বাজি ধরার টাকার ব্যবস্থা করে থাকে। টাকার জন্য এ ধরনের ছেলেরা কমিশনে মাদক বিক্রির মাধ্যমে টাকার ব্যবস্থা করে থাকে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে জানা যায়।

বেড়া উপজেলার সর্বত্র এই ক্রিকেট জুয়াড়িদের জুয়া খেলা হয়ে থাকে। বিশেষ করে যে সব স্থানে প্রকাশ্য টেলিভিশনে অনেকে এক সাথে খেলা উপভোগ করে থাকে,এমন জায়গা গুলোতে ক্রিকেটের বাজি ধরা হয়ে থাকে। উপজেলা সদর থেকে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে হাট-বাজারে,চায়ের দোকান,মোবাইল ফেক্সিলোড ও বিকাশের দোকান ভিত্তিক জুয়ার আসর বসে। কখনও সামনাসামনি,কখনও বা মোবাইল ফোনের মাধ্যমে খেলায় বাজি ধরা হয়। দলের জয় পরাজয় নিয়ে বাজি,সেঞ্চুরি নিয়ে বাজি, অর্ধশত রান নিয়ে বাজি,খেলোয়ারের ব্যক্তিগত রান বা উইকেট নিয়ে বাজি,ওভারে ওভারে বাজি,বলে বলে এমনকি বাউন্ডাড়ি বা ছক্কা নিয়েও বাজি ধরে এই ক্রিকেট জুয়ারিরা। কেউ কেউ ক্রিকেট জুয়ায় কনসালটেন্ট বা পরামর্শকের কাজ করে,বিপিএলে এ মৌসুমে দলের ও খেলোয়ারের পারর্ফমেন্স,অতীত রের্কড,মাঠ,পিচ ইত্যাদি বিষয়ে জুয়াড়ী ও নব্য জুয়াড়ীদের তথ্য প্রদান করে অর্থ উর্পাজন করে থাকে। অনেকেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে এই ক্রিকেট খেলার জুয়ায় বাজি ধরে থাকে এবং বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে।

সমাজের নীচু থেকে উপর তলার অনেকেই ক্রিকেট খেলা নিয়ে জুয়ায় বাজি ধরে। সমাজের উঁচুতলার জুয়াড়িরা বিভিন্ন ক্লাবে ও ব্যক্তিগত অফিসে নিজেদের মধ্যে ক্রিকেট জুয়ায় বাজি ধরে। বেকার,অশিক্ষিত ও ছাত্র সহ সব ধরনের পেশায় নিয়োজিত কিশোর যুবাদের ক্রিকেট জুয়ায় বাজি ধরতে দেখা যায়। জনৈক রিক্সা চালক জানায়, সমিতি থেকে ঋণ নিয়ে ক্রিকেট খেলার জুয়ায় বাজি ধরে ঋণের সবগুলো টাকা খুইয়েছে। অন্য কোথাও থেকে টাকা না পাওয়ায় আর সে বাজি ধরতে পারছে না। যথেষ্ট পরিশ্রম করে সমিতির ঋণের টাকা পরিশোধের চেষ্টা করে যাচ্ছে। বিপিএল-এ হয়তো আর বাজি ধরতে পারবেনা তবে,সে আইপিএল-এ বাজি ধরার প্রস্তুতি হিসেবে সমিতির ঋণ দ্রুত শোধ করতে চায়,যাতে আইপিএল-এ বেশী টাকা নিয়ে বাজি ধরে বিপিএল-এর ঘাটতি পুষিয়ে টাকা জিততে পাড়ে।

প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে হাট-বাজার,অলিতে গলিতে প্রতিদিন চলছে ক্রিকেট খেলা নিয়ে জুয়া। মাঝে মধ্যে বিচ্ছিন্ন পুলিশি অভিযান পরিচালিত হলেও নিয়মিত ও পরিকল্পিত ভাবে অভিযান পরিচালনা না করার সুযোগে ক্রিকেট জুয়াড়িরা তাদের বিষাক্ত ছোবল সমাজে দিয়ে যাচ্ছে। মাদক ও জুয়াড় প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের ভবিষ্যত প্রজন্ম। সর্বশান্ত ও বিপথগামী হচ্ছে বেড়ার যুব সমাজ,আতঙ্কিত পরিবার,ভেঙ্গে পড়ছে পারিবারিক শাসন ব্যবস্থা।

http://www.anandalokfoundation.com/