14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জুড়ী থেকে কুলাউড়ার বাসিন্দা বৃদ্ধের লাশ উদ্ধার

admin
December 19, 2018 9:59 pm
Link Copied!

মাহমুদ খান, মেীলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কুলাউড়া উপজেলার বাসিন্দা রইছ আলী (৬৫) নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। অবশ্য নিহত রইছ আলী একজন মানসিক প্রতিবন্ধি বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় লোকজন জানান, সকালে কুলাউড়া জুড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে জুড়ী থানা পুলিশকে জানায়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে নিহত রইছ আলীর পরিবারের লোকজন জুড়ী থানায় গিয়ে লাশ শনাক্ত করে। নিহত রইছ আলী কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা।

জুড়ী থানার অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, ধারণা করা হচ্ছে রাতের গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাছাড়া নিহতের পরিবার তাকে একজন মানসিক রোগি বলে জানান। পরিবারের কোন অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/